India vs New Zealand | নিউজ়িল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত ভারত, তবুও ২০২৫র WTC ফাইনালে খেলতে পারবে টিম ইন্ডিয়া?

Sunday, October 20 2024, 8:31 am
India vs New Zealand | নিউজ়িল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত ভারত, তবুও ২০২৫র WTC ফাইনালে খেলতে পারবে টিম ইন্ডিয়া?
highlightKey Highlights

নিউজিল্যান্ডের কাছে হেরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত শীর্ষে, টেস্ট জয়ে চাপ বাড়লো।


বেঙ্গালুরুতে তিন ম্যাচের সিরিজ় খেলতে নেমে টেস্ট ৮ উইকেটে নিউজ়িল্যান্ডের কাছে হারতে হলো ভারতকে। তবে নিউজ়িল্যান্ডের কাছে হারলেও শীর্ষেই রইল ভারত। ১২টা ম্যাচ খেলে ৮টা জিতে ৯৮ পয়েন্ট ও ৭৪.২৪ PCT নিয়ে শীর্ষে। তাহলে ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোন অঙ্কে ফাইনাল খেলতে পারবে ভারত? চলতি সিরিজ়ে বাকি রয়েছে আর দুটো ম্যাচ। নিউজ়িল্যান্ড সিরিজ়ের আগে হিসেব ছিল ভারতকে পাঁচটা টেস্টে জিততেই হতো আটটার মধ্যে। এখন বাকি সাতটা ম্যাচের মধ্যে পাঁচটা জিততে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File