করোনার প্রকোপ শেষ না হতেই সঙ্গী হতে চলেছে ঘূর্ণিঝড় 'টাও তে', সতর্কতা জারি করলো কেরল সরকার
Sunday, May 16 2021, 8:46 am
Key Highlightsমহামারীর দোসর হতে চলেছে ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘন্টার মধ্যে মৌসম ভবন এর অনুমান অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'টাও তে'। ১৮তারিখের মধ্যে তা আছড়ে পড়বে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ গুজরাটের কাছে এমনটাই জানালো হওয়া অফিস। এই ঘূর্ণিঝড় ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে তাই কেরল সরকার লাল সতর্কতা জারি করলো ৮ টি জেলায়। সেই জেলা গুলির মধ্যে রয়েছে তিরুঅনন্তপুরম, মল্লপুরম, ওয়েইনাড়, কন্নুর, কোল্লম, পাঠানমিত্তা, কোঝিকোড় ও কাসারগড়।