India-China | 'ভারত-চিন এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন', ট্রাম্পকে হুঁশিয়ারি চিনা রাষ্ট্রদূতের!

Thursday, August 21 2025, 5:38 pm
India-China | 'ভারত-চিন এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন', ট্রাম্পকে হুঁশিয়ারি চিনা রাষ্ট্রদূতের!
highlightKey Highlights

ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোয় ফের ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়ালো চিন।


ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোয় ফের ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়ালো চিন। চিনা রাষ্ট্রদূত জু ফেইহং ভারত ও চিনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছেন, ‘চিন ভারতের সঙ্গে আছে। আমরা চিনা বাজারে আরও ভারতীয় পণ্যের প্রবেশকে স্বাগত জানাব। তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার এবং বায়োমেডিসিনের ক্ষেত্রে এগিয়ে ভারত। ইলেকট্রনিক্স পণ্য, পরিকাঠামো নির্মাণ এবং নতুন শক্তির ক্ষেত্রে দ্রুত সম্প্রসারণ ঘটছে চিনের। সংযুক্ত হলে, এক যোগ একে, দুইয়ের থেকে বড় ফল পাওয়া যাবে। আমরা এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File