Predator Drones । আমেরিকার সঙ্গে ঐতিহাসিক চুক্তি ভারতের, ৩১টি শিকারি ড্রোন কিনলো দেশ
Tuesday, October 15 2024, 11:23 am
Key Highlightsআমেরিকার থেকে ৩১টি শিকারি ড্রোন কিনলো ভারত। সূত্রের খবর, ৩৫০ কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আমেরিকার থেকে ৩১টি শিকারি ড্রোন কিনলো ভারত। সূত্রের খবর, ৩৫০ কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩১টি এমকিউ৯ রিপার ড্রোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা। ৩১টি ড্রোনের মধ্যে ১৫টি দেওয়া হবে ভারতীয় নৌবাহিনীকে। এছাড়া আটটি করে ড্রোন দেওয়া হবে স্থল এবং বায়ুসেনাকে। এই ড্রোন একটানা ২৭ ঘণ্টা ধরে উড়তে পারে ৫০ হাজার ফুটেরও বেশি উচ্চতায়। ২,১৫৫ কিলোগ্রাম ওজন বহনের ক্ষমতাও রয়েছে এই ড্রোনের।
- Related topics -
- দেশ
- ভারত
- আমেরিকা
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী

