India's GDP | চার বছরে সবথেকে কম, গত অর্থবর্ষে দেশের বার্ষিক জিডিপি বৃদ্ধির হার কমে হলো ৬.৫ শতাংশ!
Friday, May 30 2025, 12:11 pm
Key HighlightsNSOর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষে বার্ষিক জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৬.৫ শতাংশ।
গত অর্থবর্ষে দেশের বার্ষিক জিডিপি বৃদ্ধির হার কমে হলো ৬.৫ শতাংশ। NSOর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষে বার্ষিক জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৬.৫ শতাংশ। আগের অর্থবর্ষে অর্থাৎ ২০২৩ থেকে ২০২৪ অর্থবর্ষে এই হার ছিল ৯.২ শতাংশ। অর্থাৎ আড়াই শতাংশের বেশি কমেছে জিডিপি বৃদ্ধির হার। ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষের জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি শ্লথ হওয়ায় জিডিপি বৃদ্ধির হার কমেছে। ফলে, গত চারটি অর্থবর্ষের মধ্যে জিডিপি বৃদ্ধির হার সবথেকে কম হলো গত অর্থবর্ষে।

