AFC | এশিয়ান কাপের বাছাইপর্বের দল ঘোষণা ভারতের, দলে নেই শুভাশিস-মেহতাব !
Thursday, June 5 2025, 2:50 pm
Key Highlights১০ তারিখ হংকংয়ের বিরুদ্ধে AFC এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে নামবে ভারত। বৃহস্পতিবার ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত।
হংকংয়ের বিরুদ্ধে AFC এশিয়ান কাপের বাছাই পর্বের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। গোলকিপার: বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং। ডিফেন্ডার: নওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্ঘান, আশিস রাই, টেকচাম অভিষেক সিং। মিডফিল্ডার: সুরেশ সিং, নওরেম মহেশ সিং, নিখিল প্রভু, আয়ুষ দেব ছেত্রী, উদান্তা সিং, লালেংমাওয়াইয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়েন, ব্র্যান্ডন ফার্নান্দেস। ফরওয়ার্ড: সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- এশিয়া কাপ
- এশিয়া
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ভারতীয়

