Kailash Mansarovar Yatra | ফের খুলছে কৈলাসের রাস্তা! ভারত-চিন সম্পর্ক উন্নতির আশায় বিদেশ মন্ত্রক

শনিবার বিদেশ মন্ত্রক জানাল, জুন থেকে আগস্টের মধ্যে কৈলাস মানস সরোবর যাত্রা করতে পারবেন পুণ্যার্থীরা।
২০২০ সালে কোভিড অতিমারীর এবং তারপরই গালওয়ান সংঘাতের জেরে ভারত চীন সম্পর্কের অবনতি হওয়ায় বন্ধ হয়ে যায় কৈলাস মানস সরোবর যাত্রা। ২০২৫এ ফের যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদেশ। শনিবার বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে, জুন থেকে আগস্টের মধ্যে কৈলাস মানস সরোবর যাত্রা করতে পারবেন পুণ্যার্থীরা। যাত্রার জন্য kmy.gov.in ওয়েবসাইটে আবেদন করতে হবে। নথি যাচাই এবং লিঙ্গ ভারসাম্যপূর্ণ প্রক্রিয়ায় যাত্রী বাছাই হবে। ৫০জন পুণ্যার্থীর দল যথাক্রমে লিপুলেখ পাস এবং নাথুলা পাস হয়ে কৈলাস যাত্রা করবে।
- Related topics -
- দেশ
- তিব্বত
- ভারত
- ভারত-চীন সংঘাত
- চীন
- ভারত-চিন সীমান্ত