IND A vs AUS A | ওয়ান ডে সিরিজে ক্যাপ্টেন হচ্ছেন 'শ্রেয়স', কে কে থাকছে ব্লু টিমে?
Thursday, September 25 2025, 6:21 am

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলছে ভারত এ দল। এরপর তাদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও রয়েছে। তার স্কোয়াডও ঘোষণা হয়ে গেল।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের স্কোয়াড: শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), প্রভসিমরন সিং, রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল, প্রিয়াংশ আর্য, সিমরনজিৎ সিং। ২য় ও ৩য় ওয়ান ডে ম্যাচের স্কোয়াড: শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), তিলক ভার্মা (ভাইস ক্যাপ্টেন), অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল, হর্ষিত রানা, অর্শদীপ সিং।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেট
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া