খেলাধুলা

IND vs SA | শেষ টি-টোয়েন্টিতেও টস হারলো ভারত, গিলের বদলে দলে সঞ্জু, বল নিয়ে তৈরী বুমরাহও

IND vs SA | শেষ টি-টোয়েন্টিতেও টস হারলো ভারত, গিলের বদলে দলে সঞ্জু, বল নিয়ে তৈরী বুমরাহও
Key Highlights

আজকের ম্যাচে ভারতীয় একাদশে বড়সড় রদবদল আনা হয়েছে। মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচ। আজ প্রথম একাদশে বড়োসড়ো বদল আনা হয়েছে। আজকের ম্যাচে ভারতীয় একাদশে বড়সড় রদবদল আনা হয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন শুভমান গিল, তাঁর বদলে মাঠে নামবেন সঞ্জু স্যামসন। আজ একাদশে জায়গা পেয়েছেন সঞ্জু। অন্যদিকে পেস অ্যাটাকে ঝাঁঝ বাড়াতে দলে ফিরেছেন জশপ্রীত বুমরাহ। হর্ষিত রানার বদলে খেলবেন তিনি। স্পিন বিভাগে কুলদীপ যাদবের জায়গায় আজ খেলবেন ওয়াশিংটন সুন্দর। টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত।