Shubman Gill | ভারত-ইংল্যান্ড টেস্টে ৭০০ রানের গন্ডি ছুঁলেন ক্যাপ্টেন 'গিল'! গড়লেন অনবদ্য রেকর্ড

ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের আশাভরসা শুভমান গিল। করলেন সেঞ্চুরি।
ম্যাঞ্চেস্টার টেস্টে নিজের চতুর্থতম সেঞ্চুরি করে ফেললেন ভারত অধিনায়ক শুভমন গিল। সেই সঙ্গে গড়ে ফেললেন অনবদ্য রেকর্ড। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে ৭০০র উপর রান করে ফেলে প্রথম ভারত অধিনায়ক হিসেবে নজির গড়লেন তিনি। এই ৭০০ রানের সৌজন্যে স্যর ডন ব্র্যাডম্যান (দু’বার), স্যর গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাসকর (দু’বার), গ্রেম স্মিথদের মতো তারকাদের পাশে নাম তুলেছেন তিনি। এছাড়াও গাভাসকর ও যশস্বী জয়সওয়ালের পর তৃতীয় ভারতীয় হিসেবে ৭০০ রান করলেন তিনি।