IND vs ENG | লড়াকু জাদেজা, তবু লর্ডসে হতাশার হার ভারতের, ২:১-এ এগোলো ইংল্যান্ড

জয়ের দোরগোড়ায় পৌঁছেও জয় অধরা রইল ভারতের। ২২ রানে ম্যাচ হারল টিম ইন্ডিয়া।
লর্ডসে তৃতীয় টেস্টের শেষ ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে ভারতের দরকার ছিল ১৯৩ রান। সহজ ম্যাচেও শেষরক্ষা হলো না ভারতের। ২২ রানে ম্যাচ জিতলো ইংল্যান্ড। জোফ্রা আর্চারের বলে প্রথমেই শূন্য রানে ফিরলেন যশস্বী জয়সওয়াল। এরপর একের পর এক উইকেট পড়েছে ভারতের। চতুর্থ দিনের শেষে রান ছিল ৪ উইকেট হারিয়ে ৫৮। খেলতে নেমে আর্চারের বলে ক্লিন বোল্ড হন ঋষভ পন্থ। কে এল রাহুল ফেরত পাঠালেন বেন স্টোকস। শেষ অবধি ক্রিজে টিকে থেকে ১৫০ বল খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন জাদেজা। তবে ম্যাচ হারার হতাশা ফুটে উঠলো তাঁর চোখে মুখে।