Cyclone Dana Update | ক্রমশ শক্তিশালী হচ্ছে 'দানা'! সারাদিন হবে বৃষ্টি, সঙ্গে বইবে ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো বাতাস
Thursday, October 24 2024, 5:26 am
Key Highlights
ক্রমশ শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সাইক্লোন 'দানা'।
ক্রমশ শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সাইক্লোন 'দানা'। এই মুহূর্তে 'দানা' ধামরা অর্থাৎ যেখানে ল্যান্ডফল হবে তার থেকে ২৯০ কিমি দূরে রয়েছে। কলকাতা থেকে ফরাক্কার যতদূর তার থেকেও কম দূরত্বে অবস্থান করছে সাইক্লোনটি। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সারদিনই বৃষ্টিতে ভিজবে কলকাতা শহর ও শহরতলী। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগায় অতি ভারী বৃষ্টি হবে। রাতের দিকে ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ৮০ কিমি গতিবেগে বইবে বাতাস।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- সাইক্লোন
- ঘূর্ণিঝড়
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা