TCS | টিসিএসের একাধিক কর্মচারীর কাছে গেল ইনকাম ট্যাক্সের নোটিশ, কারুর কাছে চাওয়া হলো ৫০ হাজার, কারুর কাছে ১.৫ লাখ
Friday, September 13 2024, 12:17 pm
Key Highlights
‘ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স' (টিডিএস) ক্লেইমের ক্ষেত্রে গরমিলের অভিযোগে আয়কর বিভাগের নোটিশ দেওয়া হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের বহু কর্মচারীদের।
ইনকাম ট্যাক্স নোটিশ পেলেন টিসিএসের একাধিক কর্মচারী। ‘ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স' (টিডিএস) ক্লেইমের ক্ষেত্রে গরমিলের অভিযোগে আয়কর বিভাগের নোটিশ দেওয়া হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের বহু কর্মচারীদের। কারও থেকে চাওয়া হয়েছে ৫০,০০০ টাকা। কাউকে আবার ১.৫ লাখ টাকার নোটিশ পাঠানো হয়েছে। যদিও টিসিএসের তরফে কর্মচারীদের এখনই সেই টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্যা হয়েছে, সেটার সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তির সংস্থার তরফে।
- Related topics -
- বাণিজ্য
- টাটা
- টাটা গ্রূপ
- অর্থনীতি
- অর্থনৈতিক
- ইনকাম ট্যাক্স