Income Tax Bill 2025 | আনুষ্ঠানিকভাবে আয়কর বিল ২০২৫ প্রত্যাহার করলো কেন্দ্র সরকার! নয়া সংস্করণ পেশ হবে সোমবার!

Friday, August 8 2025, 2:14 pm
highlightKey Highlights

আজ, শুক্রবার আনুষ্ঠানিকভাবে আয়কর বিল, ২০২৫ প্রত্যাহার করে নিল কেন্দ্র সরকার।


আজ, শুক্রবার আনুষ্ঠানিকভাবে আয়কর বিল, ২০২৫ প্রত্যাহার করে নিল কেন্দ্র সরকার। চলতি বছর ১৩ ফেব্রুয়ারি লোকসভায় এই বিলটি পেশ করা হয়েছিল, যার লক্ষ্য ছিল সালের আয়কর আইন ১৯৬১কে প্রতিস্থাপন করা। এর বদলে সোমবার (১১ অগস্ট) সংসদে এই বিলের একটি নতুন সংস্করণ পেশ করা হবে। জানা গিয়েছে, রিপোর্টে বিলটিতে ২৮৫টি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মূলত আইনটির একাধিক সংস্করণের কারণে যাতে বিভ্রান্তি তৈরি না হয়, তার জন্যই বিলটির আগের সংস্করণটি প্রত্যাহার করল মোদী সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File