UPI | অল্প অঙ্কের UPI লেনদেনে উৎসাহ দিতে চালু হবে ‘ইনসেনটিভ’ প্রকল্প! লাভবান হবেন ছোট ব্যবসায়ীরা!

Friday, March 21 2025, 6:28 am
highlightKey Highlights

অল্প অঙ্কের UPI লেনদেনে উৎসাহ দিতে ‘ইনসেনটিভ’ প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র সরকার।


অল্প অঙ্কের UPI লেনদেনে উৎসাহ দিতে ‘ইনসেনটিভ’ প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র সরকার। চলতি অর্থবছরের ১৯ মার্চ অর্থাৎ বুধবার থেকেই এই নতুন সুবিধা কার্যকর হবে। এ দিন মন্ত্রিসভার বৈঠকের পরে জানানো হয়, ভিম অ্যাপ ব্যবহার করে ছোট অঙ্কের UPI লেনদেনে উৎসাহ দিতে বিশেষ ‘ইনসেনটিভ’ দেবে কেন্দ্র। এর ফলে ডিজিটাল পেমেন্ট আরও বাড়বে। এর পাশাপাশি সাধারণের জীবনযাত্রাও অনেক সহজ হবে। এই প্রকল্পে ছোট ব্যবসায়ীদের ‘ইনসেনটিভ’ দিতে কেন্দ্রের আনুমানিক ১,৫০০ কোটি টাকা খরচ হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File