Fashtag | ফাসট্যাগ অ্যানুয়াল পাসের সুবিধা মিলবে না সমস্ত টোলপ্লাজ়ায়! কোন কোন ক্ষেত্রে মিলবে এই সুবিধা?
Friday, August 22 2025, 1:15 pm

দেশের সমস্ত হাইওয়েতে এবং সমস্ত টোলপ্লাজ়ায় ফাসট্যাগ অ্যানুয়াল পাসের সুবিধা মিলবে না।
ফাসট্যাগ অ্যানুয়াল পাস থাকলে জাতীয় সড়কে অবস্থিত টোলপ্লাজ়ায় মিলবে বিশেষ সুবিধা। ৩ হাজার টাকা খরচ করে এই পাসের মাধ্যমে ব্যক্তিগত গাড়ির ব্যবহারকারীরা বছরে ২০০ বার টোল ক্রস করতে পারবেন। কিন্তু দেশের সমস্ত হাইওয়েতে এবং সমস্ত টোলপ্লাজ়ায় ফাসট্যাগ অ্যানুয়াল পাসের সুবিধা মিলবে না। কেবল মাত্র কেন্দ্রীয় সরকার পরিচালিত ন্যাশনাল হাইওয়ে এবং ন্যাশনাল এক্সপ্রেসওয়েতে এই সুবিধা মিলবে। পশ্চিমবঙ্গে ডানকুনি, পালসিট, ডেবরা, গাজোল, রাঙালিবাজনা, রামপুরার মতো টোলপ্লাজ়াতেও এই ফাসট্যাগ অ্যানুয়াল পাস কাজ করবে।
- Related topics -
- দেশ
- ভারত
- টোল ট্যাক্স
- টোল প্লাজা