WB Thunderstorm | ক্রমাগত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, রাজ্যে বাজ পড়ে মৃত্যু হলো ১৭ জনের, আহত আরও ৭
Thursday, July 24 2025, 5:48 pm

জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগে একইদিনে প্রাণ হারালেন রাজ্যে ১৭জন।
নিম্নচাপের জেরে রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বিকেল নাগাদ কালো মেঘে ঢেকে যায় বাঁকুড়ার আকাশ। বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বাঁকুড়াজুড়ে বজ্রপাতে ওন্দায় ৪ জন, বাঁকুড়া শহরে ১ জন, কোতুলপুরে ১, ইন্দাসে ১ জন পাত্রসায়রে ১, জয়পুরে ১ জনের মৃত্যু হয়েছে। বর্ধমান জেলার ৬টি ব্লকে ৬ জন বজ্রপাতে মারা গিয়েছেন। জখম হয়েছেন তিনজন। দক্ষিণ দিনাজপুর ১ ও পুরুলিয়ার ১ জন প্রাণ হারিয়েছেন। বজ্রপাতের জেরে গোটা রাজ্যজুড়ে আহত হয়েছেন ৭জন।