India vs Maldives | আজ মুখোমুখি ভারত-মলদ্বীপ! অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে সুনীল ছেত্রীকে!

Wednesday, March 19 2025, 1:13 pm
India vs Maldives | আজ মুখোমুখি ভারত-মলদ্বীপ! অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে সুনীল ছেত্রীকে!
highlightKey Highlights

আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ভারত মলদ্বীপ। ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচ আয়োজিত হবে শিলংয়ে।


আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ভারত মলদ্বীপ। ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচ আয়োজিত হবে শিলংয়ে। বর্তমানে ফিফা ক্রমতালিকাতে ১২৬তম স্থানে এসে দাঁড়িয়েছেন সন্দেশ জিঙ্ঘানরা। এই পরিস্থিতিতে বুধবারের ম্যাচ যেমন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব ম্যাচের ড্রেস রিহার্সাল, তেমনই এই ম্যাচের ফলাফল ভারতীয় দলের র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে। এদিনের ম্যাচে অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে সুনীল ছেত্রীকে। কিন্তু শিলং বেশি আগ্রহ বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ দেখায়। ওই ম্যাচে অভিষেক হতে চলেছে হামজার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File