Illegal Indian Immigrants | তৃতীয় দফায় ১১২ জন অবৈধবাসী ভারতীয় ফিরলো স্বদেশে, কোন রাজ্যের কতজন ফিরলেন ?
Sunday, February 16 2025, 6:06 pm

তৃতীয় দফায় ১১২ জনকে অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরাল আমেরিকা। রবিবার রাতে মার্কিন বায়ুসেনার বিমানটি পৌঁছল অমৃতসর বিমানবন্দরে।
গতকাল দ্বিতীয় দফায় ভারতে ফিরেছিল মোট ১১৯ জন অবৈধবাসী ভারতীয়। রবিবার তৃতীয় দফায় ১১২ জনকে ভারতীয় ফিরলো স্বদেশে। এদের মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের,২ জন উত্তরপ্রদেশের বাসিন্দা। এছাড়াও ১ জন হিমাচল প্রদেশ ও ১ জন উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন মার্কিন বায়ুসেনার C১৭ গ্লোবমাস্টার বিমানটি অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে নামলো রবিবার রাত ১০টা বেজে ৩ মিনিট নাগাদ। প্রশাসনিক নিময়কানুন মিটিয়ে নিজের পরিবারের কাছে ফিরেছেন প্রত্যেকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ভারতীয়
- নাগরিকত্ব
- ভারত
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- donald trump
- নরেন্দ্র মোদি