IFA Shield | IFA শিল্ডের উদ্বোধনী ম্যাচেই বাজিমাত লাল-হলুদের, শ্রীনিধি ডেকানকে ৪:০ গোলে ওড়ালো ইস্টবেঙ্গল
Wednesday, October 8 2025, 4:11 pm

IFA শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪:০ গোলে ওড়ালো ইস্টবেঙ্গল।
মরশুমের প্রথম শিল্ড ম্যাচ দেখতে কল্যাণী স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ ফ্রি করেছিল IFA। দর্শকদের প্রত্যাশা পূরণ একাধিক বিদেশী খেলোয়াড় দিয়ে সাজানো ইস্টবেঙ্গল ব্রিগেডের। এদিন শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪:০ গোলে পরাস্ত করল তারা। প্রথমার্ধেই জয় গুপ্তা এবং সল ক্রেস্পোর গোলে ২:০তে এগিয়ে যায় লাল হলুদের ছেলেরা। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান হামিদ। ৫২ মিনিটে কর্নার থেকে লাফ দিয়ে হেডে গোল করেন জিকসন সিং। শ্রীনিধি ডেকান প্রতিরোধের সুযোগ পায়নি।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড