Engineering । ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশির খবর! ৭ হাজার আসন বাড়ল ইঞ্জিনিয়ারিং শিক্ষায়!
Monday, July 8 2024, 8:25 am
Key Highlights
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সব মিলিয়ে প্রায় ৭ হাজার আসন বাড়ল ইঞ্জিনিয়ারিং শিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সব মিলিয়ে প্রায় ৭ হাজার আসন বাড়ল ইঞ্জিনিয়ারিং শিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে। সম্প্রতি এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এর আগে বাংলায় ইঞ্জিনিয়ারিংয়ের আসন ছিল ৩৭ হাজার। সেই আসন সংখ্যাই এবার বেড়ে হল ৪৪ হাজার। সব মিলিয়ে রাজ্যে ৫৬টি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, ইন্টারনেট অফ থিংস চালু করার আবেদন জমা পড়ছিল। তার ভিত্তিতে এবার বিরাট উদ্য়োগ নেওয়া হল। এতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপকৃত হবেন।