Table Tennis | টেবিল টেনিসে টপার দুই বঙ্গকন্যা, চিনকে টক্কর দিচ্ছে সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি

Friday, October 24 2025, 1:25 pm
highlightKey Highlights

সম্প্রতি যে র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।


টেবিল টেনিসে মহিলাদের অনূর্ধ্ব-১৯ ডবলস র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করেছে দুই বাঙালি কন্যা সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিক।‘ডব্লিউটিটি ইউথ স্টার কনটেন্ডার’ ও ‘ডব্লিউটিটি ইউথ কনটেন্ডার’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই জুটি বার্লিন এবং লিমার প্রতিযোগিতার সেমিফাইনালেও উঠেছিল। সম্প্রতি র‍্যাঙ্কিং স্কোরবোর্ড প্রকাশ হয়েছে। তাতে ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি। ৩১৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিন ও ৩১৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দুই বঙ্গকন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File