Ganga | প্রচন্ড তাপদাহে বারাণসীর গঙ্গার জলস্তর ৭০-৮০ থেকে নেমে গিয়েছে ৩০-৩৫ মিটারে!
শুকিয়ে অর্ধেকেরও নীচে চলে এসেছে গঙ্গার জলস্তর। জানা গিয়েছে, বারাণসীতে শুকিয়ে গিয়েছে গঙ্গার জল।
বর্ষার মুখেও জ্বলছে ভারতের একাংশ। বৃষ্টির দেখা নেই অনেক রাজ্যেই। এর মধ্যেই ভয়াবহ তথ্য সামনে এসেছে। শুকিয়ে অর্ধেকেরও নীচে চলে এসেছে গঙ্গার জলস্তর। জানা গিয়েছে, বারাণসীতে শুকিয়ে গিয়েছে গঙ্গার জল। এর আগে কখনও এত নীচে নামেনি গঙ্গার জলস্তর। সাধারণত বারাণসীতে গঙ্গা নদীর প্রস্থ থাকে ৭০ থেকে ৮০ মিটার, তবে এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৩৫ মিটার। গঙ্গার জল শুকিয়ে এতটাই নীচে নেমে গিয়েছে যে বেরিয়ে এসেছে ভাঙা আবর্জনা, পাথর।