শহর কলকাতা

Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ

Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ
Key Highlights

বুধবার বিকেলে সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজের কাছে একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে।

বুধের বিকেলে সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা। এদিন একটি চারচাকার গাড়ি সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে পুড়ে খাক হয়ে যায় গাড়িটি। রাস্তার ওই জায়গায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন একজন ডেলিভারি বয়। রেলিংয়ে আটকে জীবন্ত পুড়ে যান তিনি। গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। গাফিলতির অভিযোগ তুলে পুলিশ ও দমকলকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামলাতে পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ। তদন্তে সল্টলেক পূর্ব থানার পুলিশ।