Rio de Janeiro | মাদকবিরোধী অভিযানের জের, রিও ডি জেনেইরোতে মৃত ৬৪, রক্তে ভাসছে রাজপথ!
Wednesday, October 29 2025, 3:32 am
Key Highlightsএখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে চারজন পুলিশ কর্তা। এমন রক্তাক্ত অভিযানের তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ।
ব্রাজিলের কুখ্যাত ‘কমান্ডো ভার্মেলহো’র মাদক আর চোরাচালান কারবার রুখতে এ দিন পুরোদস্তুর সামরিক মেজাজে অভিযান শুরু করে ২৫০০ পুলিশ। শহরে চলে দেদার গুলিবর্ষণ, ড্রোন থেকে লাগাতার বোমাবর্ষণ হতে থাকে। গ্যাংয়ের একাধিক ঘাঁটিতে ঢুকে দেদার গুলি চালায় পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর খবর মিলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে ৬০ জন ‘কমান্ডো ভার্মেলহো’ গ্যাং-এর সদস্য। বাকি ৪ জন পুলিশ কর্তা। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, রক্তে ভেজা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রাজিল
- গুলি বর্ষণ
- বোমা বিস্ফোরণ
- মাদক দ্রব্য
- মাদক কাণ্ড
- মাদক পাচার
- চোরাচালান
- পুলিশ প্রশাসন
- পুলিশ

