Rio de Janeiro | মাদকবিরোধী অভিযানের জের, রিও ডি জেনেইরোতে মৃত ৬৪, রক্তে ভাসছে রাজপথ!

Wednesday, October 29 2025, 3:32 am
Rio de Janeiro | মাদকবিরোধী অভিযানের জের, রিও ডি জেনেইরোতে মৃত ৬৪, রক্তে ভাসছে রাজপথ!
highlightKey Highlights

এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে চারজন পুলিশ কর্তা। এমন রক্তাক্ত অভিযানের তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ।


ব্রাজিলের কুখ্যাত ‘কমান্ডো ভার্মেলহো’র মাদক আর চোরাচালান কারবার রুখতে এ দিন পুরোদস্তুর সামরিক মেজাজে অভিযান শুরু করে ২৫০০ পুলিশ। শহরে চলে দেদার গুলিবর্ষণ, ড্রোন থেকে লাগাতার বোমাবর্ষণ হতে থাকে। গ্যাংয়ের একাধিক ঘাঁটিতে ঢুকে দেদার গুলি চালায় পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর খবর মিলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে ৬০ জন ‘কমান্ডো ভার্মেলহো’ গ্যাং-এর সদস্য। বাকি ৪ জন পুলিশ কর্তা। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, রক্তে ভেজা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File