Ranji Trophy | রনজি ম্যাচে পরপর ৬ টা ছক্কা! দ্রুততম হাফসেঞ্চুরির নজির মেঘালয়ের তরুনের

১১ বলে হাফসেঞ্চুরি পূরণ হয়ে যায় আকাশের। বিশ্বের যেকোনও প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই দ্রুততম হাফসেঞ্চুরি।
রনজি ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে মেঘালয়ের ছেলেরা। আর এই ম্যাচেই বিশ্বের যেকোনও প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধরি। এদিন আট নম্বরে ব্যাট করতে নেমে এক ওভারে পরপর ৬ বলে ছয় ছক্কা হাঁকান আকাশ। পরের দুটি বলেও ছক্কা হাঁকিয়ে ১১ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়লেন মেঘালয়ের এক তরুণ ব্যাটার। তাঁর দুরন্ত ক্যামিও ইনিংসে ভর করে ৬২৮ রানের পাহাড় গড়ে মেঘালয়। মেঘালয়ের অর্পিত ভাটেওয়াড়া করেন ২০৪। অধিনায়ক কিশান লিংডোর ব্যাটে আসে ১১৯ রান।
