দেশ

Rajasthan Fire Incident | কাকভোরে চারচাকা গাড়িতে আগুন, রাজস্থানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো ৪ আরোহীর

Rajasthan Fire Incident | কাকভোরে চারচাকা গাড়িতে আগুন, রাজস্থানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো ৪ আরোহীর
Key Highlights

রাজস্থানের বারমেরে এক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন এক গাড়ির চার আরোহী।

বুধবার রাত দেড়টা নাগাদ রাজস্থানের বারমের জেলার বালোত্রার সাদা গ্রামের কাছে হাইওয়েতে স্করপিও গাড়ির সঙ্গে ট্রেলারের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। গাড়িতেই পুড়ে মারা যান চার আরোহী। মৃতদের নাম মোহন সিং (৩৫), শম্ভু সিং, পঞ্চারাম (২২) এবং প্রকাশ (২৮)। গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, এদিন গুন্ডামালানি এলাকার ডাবর গ্রাম থেকে পাঁচ বন্ধু স্করপিওতে চেপে ধাবায় খাওয়াদাওয়া করতে সিন্ধারি গিয়েছিলেন। ফেরার সময় তাঁদের গাড়ির সঙ্গে ট্রেলারের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে।