Mumbai Weather | রেকর্ড বৃষ্টি মুম্বই নগরীতে! ভেসে গিয়েছে গাড়ি, থমকে ট্রেন চলাচল!
Monday, July 8 2024, 6:44 am
Key Highlightsগত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বাণিজ্য নগরী মুম্বই শহরে। ইতিমধ্যেই প্রায় গোটা শহর জলমগ্ন হয়ে গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বাণিজ্য নগরী মুম্বই শহরে। ইতিমধ্যেই প্রায় গোটা শহর জলমগ্ন হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে গাড়িঘোড়া, জলের নীচে একাধিক বাড়িঘর। এমনকি থমকে গিয়েছে ট্রেন চলাচল। মৌসম ভবন জানাচ্ছে,মুম্বইয়ে রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত, মাত্র ছ'ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। থানে, পালঘর এবং কঙ্কন এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত (৩১৫ মিলিমিটার) হয়েছে ভিখরোলির বীর সাভারকর মার্গ এবং MCMCR পোয়াই সো-তে।

