Nepal | বিক্ষোভের জের, U-টার্ন সরকারের, সামাজিক যোগাযোর মাধ্যমের নিষেধাজ্ঞা তোলা হলো
Tuesday, September 9 2025, 5:35 am

দিনভর যুবকের সহিংস বিক্ষোভের পর সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার।
সোশাল মিডিয়া নিষিদ্ধ করায় নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্র্রতিবাদ আন্দোলনে নেমেছিল তরুণ প্রজন্ম। বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৩০০রও বেশি জখম হয়েছেন। হিংসাত্বক প্রাণহানী রুখতে ব্যর্থ হওয়ায় গতকালই সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। গভীর রাতে নাটকীয় পটপরিবর্তন হয়েছে সেদেশে। নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল পার্লামেন্ট
- নেপাল
- সোশ্যাল মিডিয়া
- আহত
- নিহত
- বিক্ষোভ