রাজ্য

Nadia | ফুল চুরির অপবাদ, অপমানে আত্মহত্যা গৃহবধূর, নদিয়ায় ধৃত সিভিক ভলান্টিয়ার

Nadia | ফুল চুরির অপবাদ, অপমানে আত্মহত্যা গৃহবধূর, নদিয়ায় ধৃত সিভিক ভলান্টিয়ার
Key Highlights

ফুল চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবোস করানোয় অপমানে আত্মঘাতী হয়েছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা সরস্বতী দে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে।

ফুল চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবোস করানোয় অপমানে আত্মঘাতী হয়েছেন নদিয়ার শান্তিপুরের গৃহবধূ। অভিযোগের তীর শান্তিপুর থানার মিলন করাতি নামক সিভিক ভলান্টিয়ারের দিকে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে প্রতিবেশী কাজলদের বাড়িতে ফুল তুলতে যান নিহত সরস্বতী। সেসময় তাঁকে চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস করান কাজল, সিভিক ভলান্টিয়ার মিলন করাতি। শনিবার সরস্বতী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মিলনের দাদা অসীমকে গ্রেপ্তার করা হয়েছে। ‘ক্লোজ়’ করা হয়েছে মিলনকে। কাজল পলাতক।