Nadia | বাতিল কাফ সিরাপের পেটি নিয়ে BSF-পুলিশের সংঘর্ষ, নদিয়ায় আহত ২ পুলিশকর্মী, গ্রেপ্তার BSF

Wednesday, November 5 2025, 3:40 am
Nadia | বাতিল কাফ সিরাপের পেটি নিয়ে BSF-পুলিশের সংঘর্ষ, নদিয়ায় আহত ২ পুলিশকর্মী, গ্রেপ্তার BSF
highlightKey Highlights

অভিযোগ, তিন চারজন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছেন বিএসএফ আধিকারিকরা।


সূত্রের খবর, এদিন করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেনসিডিল আনা হচ্ছিল। রাস্তাতেই সেগুলো নামিয়ে চলে যায় কেউ বা কারা। স্থানীয়রা ব্যাপারটা আঁচ করে পুলিশ খবর দিলে দিলে ফেনসিডিলগুলি বাজেয়াপ্ত করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাশেই BSFএর ক্যাম্প। তারা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশকে আটকায়। এরপরই মাদক কে বাজেয়াপ্ত করবে তা নিয়ে দু’পক্ষের হাতাহাতি পরে তা মারামারিতে পৌঁছয় বলে খবর। সংঘর্ষে আহত হয়েছেন তিন পুলিশ কর্মী। পুলিশকে মারধরের অভিযোগে আটক এক বিএসএফ জওয়ানও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File