Director Kidnapped | মন্দারমনিতে মিউজিক ভিডিয়োর শুটিং চলাকালীন ‘কিডন্যাপ’! খড়গপুর থেকে উদ্ধার পরিচালক

Friday, July 25 2025, 10:08 am
highlightKey Highlights

বৃহস্পতিবার মন্দারমণির কাছে লাল কাঁকড়ার বিচে চলছিল মিউজিক ভিডিয়োর শুটিং। স্পট থেকেই অপহরণ করা হয় পরিচালককে।


বৃহস্পতিবার মন্দারমণির কাছে লাল কাঁকড়ার বিচে চলছিল মিউজিক ভিডিয়োর শুটিং। স্পট থেকেই অপহরণ করা হয় পরিচালককে। সূত্রের খবর, সেদিন সন্ধ্যা ৬:৩০টা নাগাদ মাথায় বন্দুক ঠেকিয়ে পরিচালক শ্রীকান্ত জার (প্রিন্স)কে অপহরণ করে দুষ্কৃতীরা। এক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, শ্রীকান্তকে গাড়িতে তুলে কাঁথির দিকে চলে যায় গাড়িটি। শুটিং ইউনিটের তরফে মন্দারমণি থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সৈকত শহরে। কাঁথির পুলিশ সুপার জানিয়েছেন, কয়েকঘণ্টার মধ্যেই খড়্গপুর থেকে উদ্ধার করা হয়েছে শ্রীকান্তকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File