Maheshtala | বৃদ্ধা মা-কে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা! নৃশংস ছেলের কাণ্ডে হতবাক মহেশতলা

মাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মহেশতলায় মাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। মৃত মহিলার নাম বিজলি ঘোষ (৮০)। অভিযুক্তের নাম সঞ্জয় (৫০ )। স্থানীয় সূত্রে খবর, সঞ্জয় মানসিক ভারসাম্যহীন। মাকে নিয়ে একই থাকতেন সঞ্জয়। শুক্রবার সকাল থেকে পচা গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। রাত নাগাদ বিজলিদেবীর বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা মহেশতলা থানায় ও বজবজ ফায়ার ব্রিগেডে খবর দেয়। পুলিশ ও ফায়ার ব্রিগেড দরজা ভেঙে বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে। পাশের ঘরেই শুয়ে ছিল সঞ্জয়। তদন্তে মহেশতলা থানার পুলিশ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- মৃত্যু
- পুলিশ