Ladakh | সেনার গাড়িতে আছড়ে পড়ল বিরাট পাথরের চাঁই, লাদাখে মৃত ২ জওয়ান, আহত ৩

Wednesday, July 30 2025, 3:54 pm
highlightKey Highlights

বুধবার লাদাখে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ সেনাকর্মীর। একই ঘটনায় আরও ৩ জন সেনাকর্মী আহত হয়েছেন।


লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ভারতীয় জওয়ানের। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ ডারবাক থেকে চংতাশে যাচ্ছিল সেনার কনভয়। হঠাৎ পাহাড় থেকে নেমে আসা বিরাট পাথরের চাঁই আছড়ে পড়ে গাড়িতে। পাথরের আঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভারতীয় সেনার তরফে নিশ্চিত করা হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ সেনাকর্মী। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File