Krishnanagar | কৃষ্ণনগরে ঈশিতা খুনের ঘটনায় আটক দেশরাজ-কুলদীপ, দেশরাজের বাবাকে গ্রেপ্তারিতে বাঁধা BSF-এর!

Saturday, September 6 2025, 4:55 am
highlightKey Highlights

বিএসএফের ‘অসহযোগিতায়’ দেশরাজের বাবা রঘুবিন্দরকে হেফাজতে পেতে সমস্যা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।


কৃষ্ণনগরের ঈশিতা খুনের মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত দেশরাজ এবং তাঁর মামা কুলদীপ। জেলবন্দি দেশরাজ ও কুলদীপের সঙ্গে অপরাধ জগতের যোগাযোগ রয়েছে। ফলে তাঁরা কারা দপ্তরের অতিরিক্ত নজরে রয়েছে। পুলিশ সূত্রে খবর, ঈশিতাকে খুনের পর গা ঢাকা দিতে দেশরাজকে ভুয়ো নথি তৈরি করে দেয় দেশরাজের বাবা বিএসএফ কর্মী রঘুবিন্দর প্রতাপ সিং এবং তাঁর মামাতো বোন। পুলিশ রঘুবিন্দরকে হেফাজতে নিতে মরিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, বিএসএফ কতৃপক্ষের ‘অসহযোগিতায়’ তাঁকে হেফাজতে পেতে সমস্যা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File