Brain Eating Amoeba | মস্তিষ্ক কুড়ে কুড়ে খাচ্ছে এক ভয়ঙ্কর অ্যামিবা! কেরলে মৃত ১৯, আক্রান্ত ৬১জন

Wednesday, September 17 2025, 4:10 pm
highlightKey Highlights

কেরলের স্বাস্থ্য দফতর জারি করেছে বিশেষ সতর্কতা। সেখানে ছড়িয়ে পড়ছে প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোএনসেফালাইটিস (Primary Amoebic Meningoencephalitis)।


কেরলে ছড়াচ্ছে এক অদ্ভুত সংক্রমণ। সেখানে ছড়িয়ে পড়ছে প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোএনসেফালাইটিস (Primary Amoebic Meningoencephalitis)। এই রোগে নায়েগলেরিয়া ফওলেরি নামক ব্রেন ইটিং অ্যামিবা মস্তিকে আক্রমণ করে। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই এই রোগ সংক্রামিত হচ্ছে। মূলত জল থেকেই এই সংক্রমণ ছড়ায়। মাথা ব্যথা, জ্বর, বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা যায়। কোজ়িকোড়, মলপুরম্ম জেলা থেকে সমগ্র কেরলে এই রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের, আক্রান্ত অন্তত ৬১।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File