Jammu Kashmir | জম্মু কাশ্মীরে ৩৫০ ফুট খাদে পড়লো সেনার গাড়ি! নিহত অন্তত ৫ জওয়ান
Tuesday, December 24 2024, 4:03 pm
Key Highlights
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর সন্ধ্যায়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি।
জম্মু ও কাশ্মীরে খাদে পড়লো ভারতীয় সেনার গাড়ি! নিহত অন্তত ৫ জওয়ান। মঙ্গলবার, ২৪ ডিসেম্বর সন্ধ্যায়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি। সূত্রের খবর, আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় গাড়িটিতে অন্তত ১৮ জন জওয়ান ছিলেন। নীলম সদর দফতর থেকে বালনোই পোস্টে আসছিলেন ১১ নম্বর মাদ্রাজ লাইট ইনফ্যান্ট্রি বাহিনীর সদস্যরা। গন্তব্যে পৌঁছনোর কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, এখনও তা স্পষ্ট নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- পথদুর্ঘটনা