Jammu & Kashmir | নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা! জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

Thursday, August 28 2025, 4:54 am
highlightKey Highlights

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। নিকেশ দুই জঙ্গি।


এই মাসের শুরুতে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দাদের থেকে তথ্য মিলতেই সশস্ত্র জঙ্গিদের খোঁজে শুরু হয় ‘অপারেশন আখাল’। অপেরেশনে ৩ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। ফের জম্মু-নিয়ন্ত্রণ রেখা বান্দিপোরা জেলার গুরেজ় সেক্টর পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল কয়েকজন জঙ্গি। নৌশেরা এলাকায় ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে তাদের গুলি লড়াই শুরু হয়। গুলিতে নিকেশ হয় ২ জঙ্গি। বর্তমানে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। কোনও সন্দেহজনক গতিবিধি চোখে পড়লেই পদক্ষেপ করবে সেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File