Hockey Asia Cup | হকি এশিয়া কাপে ১২:০-এ সিঙ্গাপুরকে ওড়ালো ভারতের তরুণ তুর্কি মেয়েরা!
Monday, September 8 2025, 12:24 pm

চিনে চলা এশিয়া কাপে সেরা ছন্দে ধরা দিচ্ছে ভারতের মেয়েরা। আজ গ্রুপপর্বের ম্যাচে সিঙ্গাপুরকে ১২-০ গোলে ওড়াল টিম ইন্ডিয়া।
হকি এশিয়া কাপে উজ্জ্বল ভারতের মহিলা দল। ৮ তারিখ অর্থাৎ, সোমবার চিনে চলা এশিয়া কাপে সিঙ্গাপুরের বিরুদ্ধে গ্রুপপর্বের ম্যাচে নামে ভারত। আর এই ম্যাচেই ১২:০ গোলে জিতলো টিম ইন্ডিয়ার মেয়েরা। ম্যাচের প্রথম কোয়ার্টারেই ৪:০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারেই ৭:০তে পিছিয়ে পরে সিঙ্গাপুরের দল। শেষ অবধি ১২ গোল করে থামে শর্মিলারা। এদিকের ম্যাচে হ্যাটট্রিক করলেন নবনীত এবং মুমতাজ। বাকি গোলগুলি করলেন নেহা, লালরেমসিয়ামি, উদিতা, শর্মিলা, ঋতুরাজ পিসাল। এই জয়ের ফলে সুপার ফোরে জায়গা নিশ্চিত করল টিম ইন্ডিয়া।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয়
- ভারতীয় হকি টিম
- ভারতীয় মহিলা হকি টীম
- অ্যাড হকি ফেডরেশন
- হকি
- ভারতীয় হকি দল
- অন্য খেলা
- ভারত
- সিঙ্গাপুর