Himachal Pradesh | হিমাচলে ধসের কবলে যাত্রীবোঝাই বাস! মৃত ১৮, আহত আরও অনেকে
Wednesday, October 8 2025, 2:49 am

বিলাসপুরে আচমকা ভূমিধসে চাপা পড়ল একটি বাস। এই ঘটনায় কমপক্ষে ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যায় বিলাসপুর জেলার বাল্লু সেতুর কাছে আচমকা পাহাড়ের একাংশে ধস নাম। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। চোখের নিমেষে বাসটি মাটির স্তূপ আর পাথরের চাঁইয়ের নীচে চাপা পড়ে। ভেতরে আটকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে দ্রুত জেসিবি এনে উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। অনুমান করা হচ্ছে যে বেসরকারি বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তুপের নীচে আরও বাসযাত্রীর আটকে থাকার আশঙ্কা রয়েছে।
- Related topics -
- দেশ
- হিমাচলপ্রদেশ
- হিমাচল প্রদেশ
- ভূমিধস
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- বাস যাত্রী
- বাস দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা