Delhi | বাড়ছে যমুনার জলস্তর, দিল্লিতে সৃষ্টি বন্যা পরিস্থিতি, গুরুগ্রামে বন্ধ স্কুল-কলেজ-অফিস
Tuesday, September 2 2025, 6:39 am

দিল্লি সরকার জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টায় যমুনার জলস্তর ২০৫.৬৮ মিটার অতিক্রম করে বিপদসীমা পেরিয়েছে।
যমুনা নদীর তীর ভেঙে যাওয়ায় দিল্লিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিল্লি সরকার সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৬টায় যমুনার জলস্তর ২০৫.৬৮ মিটার অতিক্রম করে বিপদসীমা পেরিয়েছে। বিকেলে জলস্তর ২০৬.৫০ মিটারে পৌঁছতে পারে। ভারী বৃষ্টিপাতের জেরে দিল্লিতে অনেক বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। এলাকাবাসীরা ত্রাণ শিবিরে যাচ্ছেন। সোমবারও গুরুগ্রামে ভারী বৃষ্টিপাতের জন্য ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার গুরুগ্রামে স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। রাজধানীর নিচু জায়গায় বন্যার সতর্কতা জারি হয়েছে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- বন্যা
- ভূমিধস