Delhi | তালিবানকে সন্তুষ্ট করতে দিল্লির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের 'না', চরমে বিতর্ক

Friday, October 10 2025, 5:55 pm
Delhi | তালিবানকে সন্তুষ্ট করতে দিল্লির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের 'না', চরমে বিতর্ক
highlightKey Highlights

দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হল না কোনও মহিলা সাংবাদিককে।


৬ দিনের সফরে ভারতে এসেছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। শুক্রবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিরা। অভিযোগ, কট্টর মৌলবাদের দেশের প্রতিনিধিকে প্রসন্ন করতে এই সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি কোনও মহিলা সাংবাদিককে! এঘটনায় দানা বেঁধেছে বিতর্ক। কট্টরপন্থাকে প্রশ্রয় দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন মহলের একাধিক মহিলা সাংবাদিকরা। এ ঘটনায় এখনও পর্যন্ত বিদেশমন্ত্রকের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File