Delhi | দিল্লিতে মেঘভাঙা বৃষ্টি, জারি লাল সর্তকতা, দেরিতে উড়লো ৩৪০টি বিমান
Wednesday, September 3 2025, 3:05 pm

রাজধানী লাগোয়া নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং ফরিদাবাদও জলে ভাসছে।
মৌসম ভবন আগেই সাবধান করেছিল, এপ্রিল মে মাসে বিপুল বৃষ্টিপাত হবে। ভবিষ্যদ্বাণী সত্যি হলো। একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর। বুধবারও রাজধানী দিল্লির সফদরজং, কাশ্মীর গেট, কনট প্লেস, ইন্ডিয়া গেট এবং অন্য এলাকায় একটানা বৃষ্টি চলছে। জলে ভাসছে নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং ফরিদাবাদও। যমুনার জল ঢুকে পড়েছে তীরস্থ এলাকার বাড়িগুলিতে। টানা বৃষ্টির জেরে বুধবার বিকেল ৫টা পর্যন্ত দিল্লি বিমানবন্দরে ২৭৩টি উড়ানের অবতরণ বাধা পেয়েছে। দেরিতে আকাশে উড়েছে ৭৩টি বিমান।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- বন্যা
- বৃষ্টিপাত
- বিমান
- বিমান পরিষেবা