Birbhum | বীরভূমে পাথরখাদানে ধস নেমে মর্মান্তিক মৃত্যু হলো ৫ শ্রমিকের, জখম একাধিক

বীরভূমের নলহাটিতে পাথরখাদান ধসে ৬ শ্রমিকের মৃত্যু। শ্রমিকরা পাথর কাটার কাজ করছিলেন। দুপুরে হুড়মুড়িয়ে উপর থেকে খাদানের মাটি ধসে পড়ে।
পুজোর আগেই মর্মান্তিক দুর্ঘটনা বীরভূমে। বীরভূমের নলহাটির বাহাদুরপুর এলাকায় বেশ কয়েকটি পাথরখাদান রয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে ওই পাথরখাদানে পাথর কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুরবেলা হঠাৎ খাদানের মাটি ধসে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। দ্রুত উদ্ধারকাজে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে, জখম অন্তত ৪। বাকিদের উদ্ধারে নেমেছে বিশেষ বাহিনী। স্থানীয়দের অনুমান, ভারী বৃষ্টির ফলে পাথরখাদানগুলিতে জল জমে এলাকার মাটি নরম হয়েছে। তাঁর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।