Bangladesh | আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অপরাধী হলে লড়া যাবেনা নির্বাচন, জানালো ইউনুস সরকার

নতুন যে ধারা যোগ করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ সেটা অনুযায়ী অভিযোগ দায়ের হলেই কোনও ব্যক্তি সাংসদ হিসেবে থাকতে পারবেন না।
বৃহস্পতিবারই প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নেতৃত্বে বৈঠক হয় বাংলাদেশে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'নতুন যে ধারা যোগ করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ সেটা অনুযায়ী অভিযোগ দায়ের হলেই কোনও ব্যক্তি সাংসদ হিসেবে থাকতে পারবেন না। পাশাপাশি তিনি সরকারি প্রতিষ্ঠানের সদস্য বা প্রশাসক হিসেবেও অযোগ্য বিবেচিত হবেন।' আগামী নির্বাচনের আগে এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫’ও অনুমোদিত হয়েছে।