আন্তর্জাতিক

Bangladesh Durga Puja | বাংলাদেশে দুর্গাপুজোর জন্য বাড়লো সরকারি ছুটি, একদিনের বদলে ছুটি থাকবে টানা চারদিন

Bangladesh Durga Puja | বাংলাদেশে দুর্গাপুজোর জন্য বাড়লো সরকারি ছুটি, একদিনের বদলে ছুটি থাকবে টানা চারদিন
Key Highlights

এতদিন পুজোর সময়ে শুধুমাত্র একদিন সরকারি ছুটি দেওয়া হত। কিন্তু চলতি বছর পুজোতে টানা চারদিন সরকারি ছুটি থাকছে বাংলাদেশে।

বাংলাদেশে দুর্গাপুজোর জন্য বাড়লো ছুটি। এতদিন পুজোর সময়ে শুধুমাত্র একদিন সরকারি ছুটি দেওয়া হত। কিন্তু চলতি বছর পুজোতে টানা চারদিন সরকারি ছুটি থাকছে বাংলাদেশে। বাংলাদেশের প্রশাসন জানিয়েছে, আগামী শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন, রবিবার, দুর্গাপূজায় বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকছে। সেই সঙ্গে এবার বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার।মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী জানিয়েছেন, এই জন্য বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হবে। সব মিলিয়ে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ছুটি থাকছে।