Bangladesh | অবশেষে বাংলাদেশে ভোট গণনা, দিন-তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশনার

বৃহস্পতিবার দিনক্ষণ ঘোষণা করে দিলেন সে দেশের প্রধান নির্বাচন কমিশনার এম এ এ নাসিরউদ্দিন।
বৃহস্পতিবার গণভোটের দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম এ এ নাসিরউদ্দিন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। শুক্রবার থেকে পথে নামবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লক্ষ সদস্য। বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে।
