Asia Cup hockey | এশিয়া কাপের সুপার ফোরে গতি কমালো ভারতীয় দল, কোরিয়ার বিরুদ্ধে ড্র হকি দলের

Thursday, September 4 2025, 5:25 am
highlightKey Highlights

সুপার ফোরে এসে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আটকে গেলেন হরমনপ্রীত সিংরা।


গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতেছিল ভারত। শুরুটা ভালো করলেও সুপার ফোরে এসে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আটকে গেলেন হরমনপ্রীত সিংরা। এশিয়া কাপে কোরিয়ার বিরুদ্ধে ড্র করলো মেন ইন ব্লু। প্রবল বৃষ্টির জেরে বুধবার ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৫০ মিনিট পর। ম্যাচের ৮ মিনিটের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন হার্দিক সিং। চার মিনিটের মাথায় গোল শোধ করে দক্ষিণ কোরিয়া সমতা ফেরায়। দু মিনিটের মধ্যে ফের গোল করে তাঁরা। ৫২ মিনিটে ম্যাচের শেষ লগ্নে মনদীপের গোল স্বস্তি ফেরায় ভারতীয় শিবিরে। ২:২এ ড্র হয় ম্যাচ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File