আমেরিকায় পুলিশের হাতে আবারও কৃষ্ণাঙ্গের মৃত্যু, শেষ মুহূর্তে চিৎকার করছিলেন নিকোলস!

Saturday, January 28 2023, 11:59 am
highlightKey Highlights

রাস্তায় ফেলে মার্কিন পুলিশ বার বার ঘুষি, লাথি মারছিলেন টায়ারের মুখে, ৩ দিন পর মারা যান তিনি।


সম্প্রতি মার্কিন মুলুকের একটি ট্রাফিক সিগনালের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ভিডিওটি দেখে আপনার প্রথমে ধারণা হবে, একটি ট্রাফিক লঙ্ঘনের জন্য একটি বচসা হচ্ছে৷ কিন্তু ২৯ বছর বয়সী টায়ার নিকোলসের মারাত্মক মারধরের ভিডিওগুলি শুক্রবার প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অফিসাররা লাথি মেরে একজন কৃষ্ণাঙ্গকে হাঁটু গেঁড়ে বসিয়ে খুব মারধর করছে,  ফলে সে দুর্বল হয়ে পড়ে।

বডিক্যামের ফুটেজে নিকোলসকে মাটিতে দেখা যাচ্ছে, অভিযোগ করে সে তিনবার ডাকছে: "মা, মা, মা!" এরপরেই অফিসাররা তার মুখের দিকে ঘুষি ও লাথি মারতে থাকে। তিন দিন পর অর্থাৎ ১০ই জানুয়ারি হাসপাতালে তিনি মারা যান।

Trending Updates

চারটি ভিডিওর মধ্যে সবচেয়ে দীর্ঘ ভিডিওটি ছিল দক্ষিণ আমেরিকার একটি শহরের একটি বিদ্যুতের খুঁটিতে একটি ওভারহেড ক্যামেরা থেকে। এই ৩১ মিনিটের  ভিডিওতে স্থায়ী হয় এবং কোনও শব্দ নেই।এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মৃত টায়ারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওয়েলসের মন্তব্য, পুলিশ যা করেছে, তাতে তারা নিজেদের পরিবারের সম্মান খুইয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File