Alipore Zoo | আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে সন্দেহ

Thursday, September 11 2025, 4:33 am
highlightKey Highlights

২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। যদিও অরণ্য ভবন সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর।


সূত্রের খবর, মঙ্গলবার চিড়িয়াখানায় মৃত্যু হয় বাঘিনী পায়েলের। পায়েলকে ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আলিপুরে নিয়ে আসা হয়েছিল। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৭ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকায় খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল পায়েল। বুধবার আরো এক বাঘিনী রুপার মৃত্যু হয়েছে। দুই দিনের মধ্যেই আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরী হয়েছে। অরণ্য ভবনের দাবি, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর। বাঘিনী মৃত্যুর তদন্ত করতে সিডব্লুইউএলডব্লুউ নির্দেশে গঠিত হয়েছে কমিটিও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File